আবদুল কালাম – মিশাইলম্যান, আধুনিক ভারতের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী।

আবদুল কালাম ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি আবদুল কালামকে মিশাইলম্যান বলা হয়ে থাকে। ১৯৩১ সালে জন্মেছিলেন তিনি ভারতের দক্ষিণতম প্রান্ত রামেশ্বরম দ্বীপনগরের এক মধ্যবিত্ত পরিবারে। পিতা জয়নাল আবেদিন খুব বেশি শিক্ষিত মানুষ ছিলেন না। তবে মনের দিক থেকে তিনি ছিলেন খুবই বড়ােমাপের। ছােট্টবেলা থেকে পুত্র আবদুলের মনে কয়েকটি বৈশিষ্ট্য ফুটিয়ে তােলার চেষ্টা করেছিলেন। বারবার তিনি গল্পছলে আবদুলকে … Continue reading আবদুল কালাম – মিশাইলম্যান, আধুনিক ভারতের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী।