করুণাসাগর বিদ্যাসাগর – বাংলার গর্ব , দামোদরের রাজপুত্র, মেদিনীপুরের সন্তান।

করুণাসাগর বিদ্যাসাগর বিদ্যাসাগরের মততা স্বাধীন চেতনা এবং কর্মোদ্যগী বাঙালি খুব একটা বেশি চোখে পড়ে না। এক জীবনে তিনি যেসব দিকচিহ্ন রেখে গেছেন, তার সঠিক মূল্যায়ন হয়তাে এখনও সম্ভব হয়নি। বিদ্যাসাগর একাধারে ছিলেন শিক্ষাব্রতী, সমাজ সংস্কারক এবং বাংলা গদ্যসাহিত্যের অন্যতম জনক। বিদ্যাসাগরের জন্ম হয়েছিল ১৮২০ খ্রিস্টাব্দের ২৬ সেপ্টেম্বর। তিনি জন্মেছিলেন মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে। তাঁর আসল … Continue reading করুণাসাগর বিদ্যাসাগর – বাংলার গর্ব , দামোদরের রাজপুত্র, মেদিনীপুরের সন্তান।