ঝলমল সিং – এর কাহিনী।

ঝলমল সিং অসমঞ্জ মুখােপাধ্যায় রাজার রাজ্যটা ছােটো, কিন্তু রাজার নামটা খুব বড়াে। রাজার নাম—শ্রীল শ্রীগুরু শ্রীমদ্ধর্মাচার্য সপ্তেন্দ্রমুকুটমণি অসুরজিৎ দুর্ধর্ষনারায়ণ বাহাদুর। তবে সব লােকে তাঁকে দুর্ধর্ষনারায়ণ নামেই সম্বােধন করে থাকে। রাজার শালা—অর্থাৎ রানির ভাই, রাজভােগে রাজআশ্রয় রাজবাড়িতেই থাকেন। রাজসংসারে রাজভােগে থাকলেও নগদ কিছু হাত খরচের দরকার। রানি রাজাকে ধরলেন—ঝলমলকে একটা কাজে বহাল করে কিছু বেতনের ব্যবস্থা … Continue reading ঝলমল সিং – এর কাহিনী।