রাজপুত্রের ভয় – ভয়কে করতে হবে জয়

রাজপুত্রের ভয় অজেয় রায় এক রাজ্য ছিল। না খুব বড়ো। না খুব ছোটো। মাঝারি। সুজলা সুফলা দেশ। সে রাজ্যে কেউ ধনী, কেউ বা গরিব। তবে সবারই অন্তত দু-বেলা খাওয়া জোটে, মাথার ওপর ছাদ আছে, তা সে যেমন-তেমন হোক। রাজ্যের লোক মোটামুটি সুখেশান্তিতে বাস করে। রাজার একটি মাত্র ছেলে। সেই পাবে সিংহাসন বাবা মারা গেলে। রাজপুত্র … Continue reading রাজপুত্রের ভয় – ভয়কে করতে হবে জয়