কবি সুকান্ত ভট্টাচার্য | কিশোর কবি | বিশিষ্ট সাহিত্যিক | Sukanta Bhattacharya

কবি সুকান্ত ভট্টাচার্য বিশ্ব সাহিত্যের ইতিহাসে জন্ম হয়েছে বেশ কয়েকজন কিশাের প্রতিভার। যারা কিশাের কালেই যথেষ্ট মুনশিয়ানার পরিচয় দিয়েছেন। কাব্য অথবা উপন্যাস রচনার ক্ষেত্রে যে-কোনাে কারণেই হােক, তাঁদের জীবনদীপ অকালে নির্বাপিত হয়েছে। শুধু স্মৃতি আর স্মৃতির অনুবর্তন থেকে গেছে। বাংলা সাহিত্যে এমনই এক শক্তিশালী সাহিত্যিকের আবির্ভাব হয়েছিল। তিনি হলেন কিশাের কবি সুকান্ত ভট্টাচার্য। ১৯২৬ খ্রিস্টাব্দের … Continue reading কবি সুকান্ত ভট্টাচার্য | কিশোর কবি | বিশিষ্ট সাহিত্যিক | Sukanta Bhattacharya