ভগিনী নিবেদিতা – স্বামী বিবেকানন্দের স্বনামধন্যা শিষ্যা,সন্ন্যাসিনী।
ভগিনী নিবেদিতা বিদেশিনী হওয়া সত্ত্বেও তিনি ভারত মায়ের শৃঙ্খল মােচনের জন্য আপ্রাণ চেষ্টা করে গেছেন। মনে-প্রাণে ভারতীয় হয়ে উঠেছিলেন। তিনি হলেন মার্গারেট এলিজাবেথ নােবেল, তাঁকে আমরা ভগিনী নিবেদিতা নামেই চিনে থাকি। বিদেশি এই তরুণীকে নিবেদিতা নাম দিয়ে চিরকালের জন্য আমাদের মনের মধ্যে স্থান দিয়েছি। উত্তর আয়ারল্যান্ডের অন্তর্গত ডানগানা নামক এক ছােটো শহরে ১৮৬৭ সালের ২০ … Read more